চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন থেকে ৪৭টি ১০০ টাকার জাল নোটসহ আব্দুর রহিম বিপ্লব (২২) নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঈদকে সামনে রেখে এসব জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন ওই যাত্রী।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দোহাজারী স্টেশন পার হওয়ার পর তাকে জালনোটসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তার বিপ্লব ময়মনসিংহের তারাকান্দার ধুলিরকান্দা এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, গ্রেফতার ওই যুবক চট্টগ্রাম থেকে ট্রেনে চড়ে কক্সবাজার যাচ্ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তার নানা রেলওয়েতে চাকরি করেন। সেই সুবাদে তার পরিবার ময়মনসিংহের রেলওয়ে স্টাফ কলোনি এলাকায় থাকেন।
ওসি শহীদুল ইসলাম বলেন, ‘গ্রেফতারের পর বিপ্লব আমাদের জানিয়েছে, ঈদকে সামনে রেখে জালনোটগুলো বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সে। সে পেশায় একজন ছাত্র। তার মোবাইল আমি চেক করেছি। তাদের একটি গ্রুপ আছে। ওই গ্রুপের সবাই জালনোটের ব্যবসার সঙ্গে জড়িত। আমরা বিষয়টি আরও তদন্ত করছি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।’
চাটগাঁ নিউজ/এসএ