চট্টগ্রামে জসিম হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আনন্দ বাজার এলাকায় জসিম উদ্দিন (২৫) হত্যার ঘটনায় মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্দর থানাধীন চান্দারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান।

গ্রেপ্তার দুজন হলেন– হত্যাকাণ্ডের মূলহোতা নেজাম উদ্দিন দিপু (২৫) এবং তার সহযোগী সিয়াম (২৫)। তারা আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকার বাসিন্দা।

নিহত জসিম উদ্দিনও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। জসিম উদ্দিন জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে বন্দর থানার আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top