চট্টগ্রামে জশনে জুলুসে জামায়াত নেতার শরবত বিতরণ

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের ৫৪তম জশনে জুলুসে আগত মানুষের মাঝে শরবত বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর নেতা ডা. মো. আবু নাছের।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুরাদপুর সংলগ্ন শোলকবহরে একটি সড়কে একাধিক কাভার্ডভ্যান থেকে তাকে শরবত বিতরণ করতে দেখা যায় তাকে। জানা গেছে তিনি জামায়াত মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ।

এসময় নিজ কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে তিনি নিজেও মুসল্লিদের হাতে হাতে শরবত তুলে দেন। তার ছবি সংবলিত ব্যানারও টানানো ছিল শরবত বহণকারী গাড়িতে। ব্যানারে জশনে জুলুসের সফলতা কামনা করা হয়। শরবত বিতরণের কয়েকটি ভিডিও ডা. আবু নাছের তার ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করেছেন।

জুলুসে অংশ নেওয়া কয়েকজন মুসল্লি বলেন, জামায়াতের সঙ্গে আমাদের আকিদাগত পার্থক্য আছে। তারা সাধারণত জশনে জুলুস পালন করেন না। তারপরও একজন জামায়াত নেতাকে এখানে শরবত বিতরণ করতে দেখে আমাদের ভালো লেগেছে। এটিকে আমরা গ্রহণ করছি। দিনশেষে আমরা মুসলিম। ইসলাম ধর্মে আমরা মুসলমান মুসলমান ভাই ভাই।

জানতে চাইলে ডা. মো. আবু নাছের জানান, আকিদাগত পার্থক্যের চেয়ে আমাদের বড় বিষয় হলো আমরা মানুষ এবং মুসলমান। এই গরমে আমি চেষ্টা করেছি জুলুসে আগতদের শরবত পান করিয়ে কিছুটা নেকি হাসিল করার। আমরা মানুষের জন্য রাজনীতি করি। মানুষের ভালোর জন্য যা কিছু করণীয় তা অবশ্যই করবো। এখানে কে কোন মতের কে কোন পথের সেসব দেখার সুযোগ নেই। আগামীতে আরো বড় পরিসরে আয়োজন থাকবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় জশনে জুলুস অনুষ্ঠিত হয়। লাখো মানুষ এতে অংশগ্রহণ করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top