চট্টগ্রামে জমি প্রতারণা মামলায় দুই ভাই কারাগারে

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে জমি সংক্রান্ত প্রতারণার মামলায় আত্মসমর্পণকারী দুই ভাইকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৪–এ হাজির হয়ে আত্মসমর্পণ করেন নুরুল আবছার (৩৫) ও নুরুন্নবী মিটু (৩৪)। শুনানি শেষে বিচারক মামলার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উল আলম এমিন চাটগাঁ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী আবু সাঈদ চৌধুরী সম্রাট, টেরীবাজারস্থ ‘মেসার্স ছিদ্দিক ছাতা’-এর স্বত্বাধিকারী। তিনি অভিযোগ করেন উত্তর হালিশহর ও দক্ষিণ কাট্টলী মৌজায় প্রায় তিন কানি জমি নিয়ে প্রতারণার শিকার হয়েছেন। এ অভিযোগে তিনি ২০২৩ সালে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৪–এ সিআর মামলা (নম্বর ৬০৮/২০২৩) দায়ের করেন।

আদালত মামলাটি তদন্তের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি)  নির্দেশ দেন। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

অভিযুক্ত দুই ভাইয়ের স্থায়ী ঠিকানা সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুরের কালুশাহ নগর জাফরাবাদ এলাকায়। তারা মো. সিরাজ দ্দৌলার পুত্র, যিনি ‘সাগরিকা শিপ ব্রেকিং’, ‘আর এ শীফ ব্রেকিং’ ও ‘সি সাইড ফিলিং স্টেশন’-এর স্বত্বাধিকারী হিসেবে পরিচিত।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top