পড়া হয়েছে: ৭৫
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে মুসলিম উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে নগরীর বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুসলিম উদ্দিন ওই এলাকার মো. মিয়ার ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, খুনের শিকার মুসলিমের ওই এলাকায় একটি ভাঙ্গারি দোকান আছে বলে জেনেছি। ওখানেই স্থানীয় দুই যুবকের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে বাড়াবাড়ি হয়। এরপর তাদের মধ্যে একজন মুসলিমকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। আমরা বিষয়টি তদন্ত করছি।
চাটগাঁ নিউজ/এসএ