চট্টগ্রামে ছাত্রদলের হামলার প্রতিবাদে বৈছাআ’র বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর জামালখান এলাকায় এ কর্মসূচির আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, চট্টগ্রাম মহানগর শাখা।

এদিন বিকেল তিনটার দিকে নগরীর জামালখান এলাকায় জড়ো হতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা। সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যারা জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, আজ তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। যে গুটিকয়েক সদস্য সন্ত্রাসী কার্যক্রম করছেন, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘পুরোনো সংস্কৃতি চর্চা করতে চাইলে আমরা আবারও জুলাইতে ফিরে যাব। আমরা আপনাদের দলের বিরুদ্ধে নই, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে, আপনাদেরও সেই জায়গায় যেতে হবে।’

নগর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহবায়ক আরিফ মঈনুদ্দিনের সভাপতিত্বে ও মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, মুখপাত্র ফাতেমা খানম, দক্ষিণ জেলার আহ্বায়ক জোবাইর হোছেন ও সাইফ উদ্দিন মারুফ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে জামালখান ঘুরে চেরাগী পাহাড়, জেএমসেন হল হয়ে নগরীর আন্দরকিল্লা গিয়ে শেষ হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top