চট্টগ্রামে ছয় শহীদ পরিবার পেল ৬০ লাখ টাকার সঞ্চয়পত্র

নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবের সময় চট্টগ্রামে নিহত ছয় শহীদের পরিবারের হাতে ৬০ লাখ টাকা মূল্যের সঞ্চয়পত্র হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ পরিবারের সদস্যদের হাতে এ সঞ্চয়পত্র তুলে দেয়া হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ ।

অনুষ্ঠানে বিপ্লবে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top