চাটগাঁ নিউজ ডেস্ক: পতেঙ্গা থানাধীন নেভাল একাডেমি এলাকায় পৃথক দুটি অভিযানে ১৪৯৫ বোতল বিদেশি বিয়ার ও ৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন নেভাল একাডেমি এলাকায় অভিযান চালিয়ে মো. আরফিল ইসলাম (২১) ও মো. আবু তালেব (৪২) নামের দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪৯৫ বোতল বিদেশি বিয়ার জব্দ করা হয়।
একই রাতে সাতকানিয়া থানার ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে নুর বাহার (৬২) ও রোকিয়া বিবি (২১) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ির গোয়াল ঘরের বালির স্তূপে লুকানো ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজার সীমান্তবর্তী সৈকতে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন