নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় তাজিব মনির নামের একজনকে গ্রেপ্তারের ২০ ঘন্টা পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে এখনো কোন মামলা দায়ের হয়নি।
সোমবার (৭ এপ্রিল) রাতে চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তির নামটি ছাড়া আর কোন পরিচয় শনাক্ত করা যায়নি।
এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ কমিশনার মাহমুদা বেগম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম তাজিব মনির। যেসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা হামলাকারীদের শনাক্তে কাজ করছি। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
গতকাল সোমবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ হয়।
মিছিল থেকে নগরের জিইসি, লালখানবাজার, কাজীর দেউড়িসহ সংশ্লিষ্ট এলাকায় কেএফসি, পিৎজা হাট, ডোমিনোজ পিৎজা ও বাটাসহ পাঁচটি দোকানে হামলা, ভাঙচুর চালানো হয়। এর মধ্যে দুটি রেস্তোরাঁর বাইরের কাচের দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া লালখান বাজার পুমা, বিরিয়ানি এক্সপ্রেস, কাজীর দেউড়ি ও চেরাগী মোড় এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভেঙে দেয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ