পড়া হয়েছে: ৪১
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
শনিবার (২৯ জুন) বিকেল ৩ টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার।
তিনি বলেন, কাভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করছি নিহত লোকটি পাঠাওয়ের মাধ্যমে যাত্রী পরিবহন করতেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এআইকে