চট্টগ্রামে কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ, আতঙ্ক ও যানজট

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় কাভার্ডভ্যানে করে অবৈধভাবে গ্যাস পরিবহনের সময় একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ রবিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়কের কসমোপলিটন গেট এলাকায় ঘটে এই ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২ নম্বর গেটের দিকে যাচ্ছিল কাভার্ডভ্যানটি। চলন্ত অবস্থাতেই গ্যাসে লিকেজে গন্ধ ছড়াতে থাকে।

পাঁচলাইশ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে। ঘিরে ফেলে গাড়িটি। দরজা খোলার পর দেখা যায়, ভ্যানের ভেতরে সারি সারি গ্যাস সিলিন্ডার। গ্যাস বের হচ্ছিল অন্তত একটি সিলিন্ডার থেকে—এটাই নিশ্চিত।
চালক-হেলপার গাড়ি ফেলে পালিয়েছে দু’জনই।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার পরিবহন একেবারেই বেআইনি এবং বিপজ্জনক।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসে ২ টি ইউনিট গিয়ে সিলেন্ডারটি সরিয়ে নেয়। বাকি সিলিন্ডার গুলো অক্ষত অবস্থায় আছে। এভাবে গ্যাস বহন করা কবি বিপদজনক। আমরা এমন অনুমতি কখনও দিই না।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top