চট্টগ্রামে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন ৬৫ বছরের এক বৃদ্ধা।

বুধবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়।

করোনায় মৃত্যু হওয়া নাবিতা নামের ওই বৃদ্ধা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। তিনি করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হলে বুধবার সকালে তিনি মারা যান।

তিনি উচ্চ রক্তচাপসহ তিনি ফুসফুস জটিলতা ভুগছিলেন।

সর্বশেষ গত ২১ জুলাই করোনায় একজনের মৃত্যুর খবর দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। করোনায় আক্রান্ত ও মৃত্যু করলেও বেড়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। চলতি মাসের মঙ্গলবার (৫ আগস্ট) ও সোমবার (৪ আগস্ট) দুই দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২০ জনের। পাশাপাশি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে ১২৩ জন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top