পড়া হয়েছে: 45
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে সালেহা বেগম (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সালেহা বেগমের বাড়ি মিরসরাই উপজেলায়।
আজ শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার সবশেষ প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সালেহা বেগমকে জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিভাগে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে করোনায় এ মাসে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাতজনে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চারজন নগরের এবং দুজন উপজেলার। নগরের শেভরন ডায়াগনস্টিক সেন্টারে চারজন এবং এভারকেয়ার হাসপাতালে দু’জনের করোনা শনাক্ত হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন