চট্টগ্রামে করোনায় আবারও এক মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ২৩ 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ওই রোগী আগে থেকে ডায়াবেটিস ও নিউমোনিয়ায় ভুক্তভোগী বলে জানা গেছে।

এরমধ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরেও করোনার সংক্রমণ শনাক্ত হয়নি বলেও জানা গেছে।অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের ডেঙ্গু আক্রান্তের তথ্য দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়।

শনিবার (১২ জুলাই) বিকেলে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে আলাদা প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়।

সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে— শনিবার চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদিন সিদ্দিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জয়নাল আবেদিন ডায়াবেটিস ও নিউমোনিয়ায় ভুগছিলেন। কোভিড শনাক্ত হওয়ার পর তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে কোভিডজনিত ফুসফুসের সংক্রমণে তার অনিয়ন্ত্রিত শ্বাসকষ্ট দেখা দেয়। এতে ওই রোগী মারা যান।

গত জুনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর চট্টগ্রামে এ নিয়ে আটজনের মৃত্যু হলো। এদের মধ্যে তিনজন নগরীর এবং পাঁচজন বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি-বেসরকারি বিভিন্ন রোগ নিরূপণ কেন্দ্রে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও কেউ আক্রান্ত হিসেবে শনাক্ত হননি।

জুনে সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৩ জন। এদের মধ্যে ১৭২ জন নগরীর এবং ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে ডেঙ্গু সংক্রান্ত সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন মহিলা।

চলতি মৌসুমে চট্টগ্রামে একদিনে ২৩ জনের ডেঙ্গু শনাক্তের ঘটনা এই প্রথম। গত ৭ জুলাই একসঙ্গে ২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।

এ নিয়ে চলতি জুলাই মাসের ১১ দিনে চট্টগ্রামে ১৪১ জন ডেঙ্গু রোগী পাওয়া গেল। এ ছাড়া, চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৮৬, যার মধ্যে ৩৩১ জন পুরুষ, ১৮৬ জন মহিলা এবং ৮৯টি শিশু। আক্রান্তদের মধ্যে ২৬৩ জন নগরীর এবং ৩২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চলতি বছরের জানুয়ারিতে ১ জন ও এপ্রিলে ১ জনসহ দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এ বছর বর্ষা মৌসুম শুরুর আগ থেকেই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত মে মাসে ১১৬ জন ও জুন মাসে ১৭৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগে, জানুয়ারিতে ৭০ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন, মার্চে ২২ জন ও এপ্রিলে ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।

২০২৪ সালে চট্টগ্রামে ৪ হাজার ৩২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, এর মধ্যে ৪৫ জন মারা যান। ২০২৩ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের হার মারাত্মক আকার ধারণ করেছিল। ওই বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৭ জন। আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮২ জন।

২০২১ সালে চট্টগ্রামে ২৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। মারা যায় ৫ জন। ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ‍মৃত্যু হয়েছিল ৪১ জনের।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top