চট্টগ্রামে কখন কোথায় মহিলাদের ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক : নগরে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদসহ ৪১টি ওয়ার্ডে পৃথক পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬টি স্থানে পুরুষের পাশাপাশি স্বপরিবারে মহিলাদেরও ঈদের নামাজ আদায় করার সুযোগ রাখা হয়েছে।

মহিলাদের ঈদ জামাত কখন কোথায়
নগরের প্রথম মহিলা ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায় উত্তর পতেঙ্গা স্টিলমিল বাজারস্থ বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদ কমপ্লেক্সে। সকাল পৌনে ৮টায় দ্বিতীয় জামাত নাসিরাবাদ গালর্স হাই স্কুল মাঠে, প্যারেড ময়দান জোনাল ঈদ জামাত কমিটির উদ্যোগে সকাল ৮টায় প্যারেড ময়দানে ঈদের তৃতীয় জামাত ও সকাল সাড়ে ৮টায় মেহেদীবাগ সিডিএ জামে মসজিদ চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও সকালে খুলশিতে আহলে হাদিস কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানেও পুরুষদের পাশাপাশি মহিলা মুসল্লীদের জামাতে নামাজ আদায় করার সুবিধা রাখা হয়েছে জানিয়েছেন আয়োজকরা।

চাটগাঁ নিউজ/ইমা/এসএ

Scroll to Top