চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে মুরাদপুর এলাকায় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার নেজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে স্থানীয় জনতার সহযোগীতায় আসামির শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার মো: নুরুল আবসার জানান, গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আইনগত ব্যবস্থা নিতে তাকে পাঁচলাইশ থানায় নিয়ে আসা হয়েছে।
জানা যায়, শহীদ ওয়াসিম হত্যা মামলার ৪২নং আসামি সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী নেজাম উদ্দিন নগরীর প্রবর্তক মেডিকেলের মধ্যকাঞ্চন নগরের জাসার বাড়ির আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে মেডিকেল বর্জ্য, ওষুধ সিন্ডিকেটসহ নানা অভিযোগ রয়েছে।
মূলত, গত ১৬ জুলাই মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম।
চাটগাঁ নিউজ/এমকেএন







