চট্টগ্রামে ওয়ারেন্ট-সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের নগরীর চান্দগাঁও এবং রাউজান ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে দুই ওয়ারেন্টভুক্ত ও এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ০৭। রবিবার (২০ এপ্রিল) পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ এপ্রিল) র‍্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-চান্দগাঁও ইস্পাহানী শ্রমিক কলোনির নূর মোহাম্মদের ছেলে মোঃ মহিন (২২), হাটহাজারী উত্তর মেখল এলাকার মৃত আবুল ওহাবের ছেলে আবুল মজিদ (৩৩) এবং রাউজান হলদিয়া এলাকার মৃত নোয়া মিয়ার ছেলে মোঃ ফোরকান কোম্পানি (৫৫)।

র‍্যাব- ০৭ জানায়, চান্দগাঁও থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মহিন, হাটহাজারী থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবুল মজিদ এবং রাউজান থানার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফোরকান কোম্পানিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top