চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথমদিনে ১ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত পরীক্ষার্থীর হার শূন্য দশমিক ৯৪ শতাংশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রথমদিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জন। মোট ২১৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২৩ হাজার ২৭১ জন।
চট্টগ্রাম জেলায় ১২৮টি কেন্দ্রে ৮৯ হাজার ৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৮৮ হাজার ৮২৮ জন। অনুপস্থিত ছিলেন ৭৮৭ জন। কক্সবাজার জেলায় ৩১টি কেন্দ্রে ১৮ হাজার ২৬৮জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৭৮ জন অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ১৯০ জন।
রাঙামাটি জেলায় ২১টি কেন্দ্রে ৬ হাজার ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৯০ জন অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৬১ জন। বান্দরবান জেলায় ১৫টি কেন্দ্রে ৩ হাজার ৯৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৮৮৮ জন অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৫০ জন। খাগড়াছড়ি জেলায় ২৪টি কেন্দ্রে ৬ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৩৮৭ অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৮৫ জন।
চাটগাঁ নিউজ/এসএ