চট্টগ্রামে এতিমখানার ফ্রিজ থেকে কাঁচা মাছ-মাংস চুরি!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় একটি হেফজ ও এতিমখানা থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের খাবার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। আর এরপর থেকেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকজুড়ে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বায়েজিদ লিংক রোডের পাশে অবস্থিত জালালাবাদ এলাকার জালালাবাদ তালিমুল কোরআন হেফজ ও এতিমখানায় এই ঘটনা ঘটে। এসময় মাদ্রাসার বাইরে থাকা রান্নাঘরে চালের টিন ফুটো করে প্রবেশ করে ফ্রিজ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ৩০ কেজির বেশী মাছ মাংস নিয়ে যাওয়া হয়।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………………….

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top