চট্টগ্রামে একদিনে ১৯ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

চাটগাঁ নিউজ ডেস্ক:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত এবং স্বতন্ত্র মিলিয়ে আরও ১৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে তফসিল ঘোষণার পর থেকে সাতদিনে মোট ২৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পাওয়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের আটটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত ১০ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৪ জন, স্বতন্ত্র তিনজনসহ আপ বাংলাদেশ, এলডিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একজন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে নগরীর পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার। ওই কার্যালয় থেকে বৃহস্পতিবার তিনজন এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনজনসহ মোট ছয়জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদের মধ্যে আছেন- চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড উপজেলা ও নগরীর একাংশ) আসন থেকে বিএনপি সমর্থিত কাজী মো. সালাহ উদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী এবং নগরীর একাংশ) থেকে জামায়াত ইসলামীর মোহাম্মদ আবদুল মালেক চৌধুরী ও আপ বাংলাদেশ সমর্থিত মোহাম্মদ ইমাম উদ্দিন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী এবং নগরীর একাংশ) জামায়াত ইসলামীর মো. আবু নাছের এবং চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে বিএনপির আবু সুফিয়ান ও স্বতন্ত্র হিসেবে মিলন কান্তি শর্মা।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

১০টি আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন জেলা প্রশাসক। ওই কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২ জন।

এদের মধ্যে আছেন- চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপির সরোয়ার আলমগীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জুলফিকার আলী, স্বতন্ত্র হিসেবে জিন্নাত আকতার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে বিএনপির হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) আসন থেকে বিএনপির মোহাম্মদ এনামুল হক ও জামায়াত ইসলামীর মোহাম্মদ ফরিদ আলম, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) এলডিপির ওমর ফারুক ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক) আসন থেকে বিএনপির নাজমুল মোস্তফা আমীন, জামাল হোসেন ও মুজিবুর রহমান এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী।

এছাড়া নগরীর চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে আছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ওই কার্যালয় থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একই আসন থেকে আগেরদিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু। অবশ্য ওই আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি।

এর আগে গত ১৫ ডিসেম্বর প্রথম মনোনয়ন সংগ্রহ করেন চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. এরশাদ উল্লাহ। ১৭ ডিসেম্বর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও মহানগরের আংশিক) দলটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের ঘোষিত প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে মো. আনোয়ার হোসেন ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে মো. শাহাদাৎ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top