চাটগাঁ নিউজ ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার ১ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত ওই পরীক্ষার্থী কক্সবাজার জেলার চকরিয়ার একটি স্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব বিষয় নিশ্চিত করেছেন।
এ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ১ লাখ ২৯ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর। তবে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ১ লাখ ২৭ হাজার ৮৫১ জন। এরমধ্যে চট্টগ্রামের ১২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৯১ হাজার ৬২৪ জন। কক্সবাজারের ৩১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৫৩৪ জন, রাঙামাটির ২১টি কেন্দ্রের ৬ হাজার ৫৯১ জন, খাগড়াছড়ির ২৪টি কেন্দ্রে অংশ নেয় ৬ হাজার ৯০২ এবং বান্দরবানের ১৫টি কেন্দ্রে ৪ হাজার ২০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এসএসসিতে অনুপস্থিতদের মধ্যে চট্টগ্রামের ৮৬৬ জন, কক্সবাজারে ২২২, রাঙামাটিতে ৯২, খাগড়াছড়িতে ৯৫ ও বান্দরবানে ৭৩ জন পরীক্ষার্থী ছিল।
চাটগাঁ নিউজ/এসএ