চট্টগ্রামে আরও ৯ জনের করোনা শনাক্ত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয় নি। নতুন আক্রান্ত ৯ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

বুধবার (২৫ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ জন। এর মধ্যে নগরের ৮৮ জন এবং উপজেলার ১১ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন নগরীর এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top