চট্টগ্রামে পুলিশের অভিযানে আরও ৪৪ জন গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে আরও ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে গ্রেফতার করা হয়েছে ২৭ জন এবং জেলা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় ১৭ জনকে। চট্টগ্রামে শনিবার পর্যন্ত আন্দোলনের নামে নাশকতার অভিযোগে দায়ের করা মোট ৩০টি মামলায় ৮৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি-পিআর) অতিরিক্ত উপ-কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘চট্টগ্রাম মহানগরীতে কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ১৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ২৭ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে নগর পুলিশের অভিযানে এ পর্যন্ত ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার রাতে সিএমপির আকবরশাহ্ থানায় নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। ৩৭ জনের নাম উল্লেখ করে নতুন ওই মামলায় ৭০ থেকে ৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে সিএমপির বিভিন্ন থানায় ১৯টি মামলা দায়ের করা হয়েছে।’

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আবু তৈয়ব বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের নামে সহিংসতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় চব্বিশ ঘণ্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলায় এ পর্যন্ত এসব মামলায় মোট ৩৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।’

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top