চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা ভাইরাস শনাক্ত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২০টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১৬০ জনে।

মঙ্গলবার (১ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন ১০টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। এতে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪ জন নগরীর এবং একজন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত মোট ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪৫ জন নগরের এবং ১৫ জন উপজেলার বাসিন্দা। এছাড়া মোট মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ৩ জন মহানগর এবং ৪ জন উপজেলার বসিন্দা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top