চট্টগ্রামে আরও ১৩ জনের করোনা শনাক্ত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, শেভরন ডায়াগনস্টিক সেন্টার, এভারকেয়ার হাসপাতালসহ বিভিন্ন ল্যাবে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট ১১২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top