চট্টগ্রাম নগরীতে ডিবি পরিচয়ে লুট ৪২ ভরি স্বর্ণ!
পাঁচলাইশ থানায় মামলা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে দিনে দুপুরে চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যেখানে ডিবি পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে  লুট করা হয়েছে প্রায় ৪২ ভরি স্বর্ণ! যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। আর এই ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এরপরেই নড়েচড়ে বসেছে পুলিশ।

আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তিনি বলেন, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

জানা গেছে, রোববার (৪ জানুয়ারি) সকালের দিকে নগরীর হাজারী লেন থেকে স্বর্ণগুলো নিয়ে কারখানার দিকে যাচ্ছিল কয়েকজন কারিগর। পথিমধ্যে নগরীর পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিকের ২ নং রোডে তাদের পথরোধ করে ৮-১০ জনের একটি দল। এসময় তারা নিজেদের ডিবি পরিচয় দিয়ে ছিনিয়ে নেয় স্বর্ণ। এসময় প্রত্যেকের হাতে অস্ত্র ছিল বলে দাবি করেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুৃক ভুক্তভোগী ওই ব্যবসায়ী বলেন, রোববার সকালে কারখানার কয়েকজন কারিগর তাদের বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। পথে তাদের পথরোধ করে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দলে আট–দশজন সদস্য ছিল এবং সবার হাতেই ছিল অস্ত্র। অস্ত্রের মুখে কারিগরদের জিম্মি করে তাদের কাছে থাকা আনুমানিক ৪২ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের মধ্যে একজনকে আমার কারিগরদের চিনতে পেরেছে। তাদের একজনের নাম সুমন। যে বিগত চার পাঁচ বছর আগেও আমার ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ডাকাতি করেছিল। তার পেশায় হলো স্বর্ণ ডাকাতি করা।

এদিকে চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে হাজারী লেনের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে।

হাজারি লেনের রাজেশ বণিক নামের এক স্বর্ণ ব্যবসায়ী চাটগাঁ নিউজকে বলেন, এভাবে দিনে দুপুরে নগরীতে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটতে থাকলে আমরা ব্যবসায়ীরা পথে বসতে বেশিদিন সময় লাগবে না। আমরা ভীত, আমরা শঙ্কিত। আমরা অতি দ্রুত এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা দাবি করছি।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top