চট্টগ্রামে অভিযানে আরও ৪০ নেতাকর্মী গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ জন আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রগীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (০৯ মার্চ) রাত ১২টা থেকে সোমবার (১০ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় সিএমপি।

এদের মধ্যে খুলশী থানার আসামি শাহরিয়ার সাদেক (৩০), পাঁচলাইশ মডেল থানার আসামি মোঃ শিপন (৩৩), মোঃ শাওন (৩১), মোঃ শামীম ওসমান (৩৬), মোঃ রুবেল (২২), পতেঙ্গা মডেল থানার আসামি মোঃ জসিম উদ্দিন (৫৪), মোঃ আরিফ (১৮), চান্দগাঁও থানার আসামি মোঃ সাইফুল হক (৫০), মোঃ সায়েম মুরাদ (৪২), মনু দত্ত (৪৫) সহ বিভিন্ন থানা থেকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও কোতোয়ালী থানার আসামি নুরুল হাকিম (৪২), আনিসুল হক (৩৬), কর্ণফুলী থানার শ্রমিক লীগ নেতা মোঃ ওয়াহিদ (২৪), ইপিজেড থানার ফিরোজ আল মামুন (৪২), হালিশহর থানার হাফেজ মোঃ ইসমাইল (৩৫), ডবলমুরিং থানার আনাছ (২১), মোঃ ইমরান খন্দাকার (৪০), মাইনুল ইসলাম (২৮) সহ আরও অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন এবং পেনাল কোড এর আওতায় একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top