চট্টগ্রামে অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: পটিয়া থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি মোঃ আরিফ (৩৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব- ০৭। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে মহানগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ জুন) দুপুরে র‍্যাব ০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তার আরিফ পটিয়া হুলাইন এলাকার আহম্মেদ ছফার ছেলে। সে পটিয়া থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি। যার মামলা নং -২০।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top