চট্টগ্রামের ৯ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে চট্টগ্রামের ৯টি আসনও রয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন সদস্যসচিব আখতার হোসেন।

ঘোষিত চট্টগ্রামের ৯টি আসনে মনোনয়ন পেয়েছেন- চট্টগ্রাম-৬ (রাউজান) মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) মো. জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) মোহাম্মদ আজাদ দোভাষ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) মুহাম্মদ হাসান আলী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আবদুল মাবুদ সৈয়দ, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মীর আরশাদুল হক।

এ সময় জানানো হয়, দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে, আর সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে লড়বেন। পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা “ব্যালট রেভল্যুশন”-এ যেতে চাই। প্রার্থীদের ‘শাপলা কলি’ প্রতীক ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, দেড় হাজারের বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এবং এনসিপির তালিকায় নতুন ও ব্যতিক্রম প্রার্থী দেখা যাবে। পরিবারকেন্দ্রিক রাজনীতির বাইরে গিয়ে শিক্ষিত, পেশাজীবী ও নীতিনিষ্ঠ তরুণদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাকি আসনের প্রার্থী তালিকা পরে প্রকাশ করা হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top