চাটগাঁ নিউজ ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের চট্টগ্রামের ৩ উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রাউজানের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় তাদেরকে প্রতীক দেওয়ার দরকার হয়নি।
বৃহস্পতিবার (২ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান সভাপতিত্বে উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এসময় হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও ভাইস-চেয়ারম্যান (মহিলা) ৪ জন প্রার্থীকে তাদের প্রত্যাশিত প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান পেয়েছেন ঘোড়া প্রতীক এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুচ গণি চৌধুরী পেয়েছেন আনারস প্রতীক।
অন্যদিকে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন প্রার্থীর প্রতীক দেওয়া হয়। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন মুহুরী পেয়েছেন মোটরসাইকেল প্রতীক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান পেয়েছে আনারস প্রতীক।
এছাড়াও এদিন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী একজন হওয়ায় তাদের প্রতীক দরকার হয়নি। তবে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ওমর ফারুক তালা প্রতীক ও শেখর বিশ্বাস উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।
চাটগাঁ নিউজ/এসএ