পড়া হয়েছে: ৫৪
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের হালিশহরের বিডিআর সিনেমা হলের পেছনে টিনের স্থাপনায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷
মঙ্গলবার (৯ এপ্রিল) সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, হালিশহরে টিনের স্থাপনায় আগুন লেগেছে। আমাদের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে ওই স্থাপনায় দোকানের মালামাল রয়েছে বলে জানা গেছে। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এসএ