চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা রনিকে গ্রেফতার নিয়ে ধূম্রজাল!

চাটগাঁ নিউজ ডেস্ক : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের নেতা নুরুল আজিম রনিকে গ্রেফতার নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে ভিডিওতে গ্রেফতার ব্যক্তি চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনি নন, গ্রেফতার ব্যক্তি রূপগঞ্জ উপজেলা যুবলীগের নেতা আনোয়ার হোসেন বলে জানা গেছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি গ্রেফতারের কোনো ঘটনার নয়, ভিডিওটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক, তারাবো পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ও তারাবো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনকে গ্রেফতারের সময়কার দৃশ্যের।

অনুসন্ধানে গত ২৮ এপ্রিল Eye Tv Bangla News নামক একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে যুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ওই ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ এপ্রিল ভোরে রাজধানীর ওয়ারী এলাকা থেকে অপারেশন ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক, তারাবো পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ও তারাবো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। আনোয়ার হোসেনকে গ্রেফতারের সময়কার দৃশ্য এটি।

এছাড়া জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার ওয়েবসাইটে গত ২৭ এপ্রিল প্রচারিত একটি প্রতিবেদন থেকেও একটি ব্যক্তির ছবি যুক্ত একই তথ্যে একটি প্রতিবেদন পাওয়া যায়। অর্থাৎ প্রচারিত ভিডিওতে থাকা ব্যক্তি নুরুল আজিম রনি নন।

এ বিষয়ে জানতে রনির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে রিং হলেও ফোন রিসিভ করেননি।

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে নুরুল আজিম রনি দেশে নেই। তিনি অনেক আগেই বিদেশে পালিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। তবে পরবর্তীতে তাকে গ্রেফতারের কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি।

সুতরাং, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবলীগের নেতা আনোয়ার হোসেন গ্রেফতার হওয়ার ভিডিওকে চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি গ্রেফতার হয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top