চট্টগ্রামের সানতুসহ একযোগে ৬৪ জেলার এসপি বদল

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের সানতুসহ একযোগে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের অন্তত তিনজন সদস্যের কাছে জানতে চাওয়া হলেও আনুষ্ঠানিকভাবে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

লটারি অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি জেলায় নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ করাই ছিল সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘পদায়ন নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে কারণে উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছ লটারির মাধ্যমেই এসপি নির্বাচন করা হয়েছে। খুব দ্রুত তাদের পদায়নের প্রক্রিয়া শুরু হবে।’

বাছাই প্রক্রিয়া ও ক্যাটাগরি

সংশ্লিষ্ট সূত্রমতে, এসপি নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই–বাছাই শেষে একটি ‘ফিট লিস্ট’ প্রস্তুত করা হয়।

পদায়নের ক্ষেত্রে জেলাগুলোর গুরুত্ব, আয়তন, উন্নত অবস্থা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনা করে এ, বি ও সি—এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এরপর প্রস্তুতকৃত তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে চূড়ান্ত করা হয়। পর্যায়ক্রমে তাদের বিভিন্ন জেলায় পাঠানো হবে।

রদবদল ও নতুন নিয়োগ

সূত্রটি আরও জানায়, নতুন এই তালিকায় বর্তমানে দায়িত্বে থাকা ৫০ জেলার পুলিশ সুপারকে বহাল রাখা হলেও তাদের ভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এছাড়া ১৪টি জেলা থেকে বিদ্যমান পুলিশ সুপারদের প্রত্যাহার করা হয়েছে এবং তাদের স্থলাভিষিক্ত হিসেবে ১৪ জন নতুন কর্মকর্তাকে তালিকায় যুক্ত করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪ জন বিসিএস ২৫তম ব্যাচের এবং বাকি ১০ জন ২৭তম ব্যাচের কর্মকর্তা।

লটারির সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজি) এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থগিতাদেশ ও পটভূমি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধেই মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির কাছে হস্তান্তর করা হয় এবং লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের কারণে গত সপ্তাহে ৬ জেলায় নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়েছিল; তাদের ক্ষেত্রেও এখন লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।

চট্টগ্রামে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন মোহাম্মদ নাজির আহমেদ খান। তার নিজ জেলা ফরিদপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যায় থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। ২৭তম বিসিএস এর মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সৎ, মেধাবী ও কর্তব্যপরায়ণ এবং মানবিক গুণাবলী সম্পন্ন পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে তার সুনাম রয়েছে। তিনি গাজিপুর মেট্রোপলিটনের পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে কাজ করেছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top