নিজস্ব প্রতিবেদক: বিগত আওয়ামী লীগ আমলে মামলা হামলা,কারাবন্দি ঈদ উদযাপনসহ নানামুখী হয়রানিতে কেটেছে বিএনপি নেতাকর্মীদের ঈদুল ফিতর। তবে এবার দীর্ঘ প্রতিকূল সময় পেরিয়ে আসা বিএনপি নেতাকর্মীরা মনের আনন্দে নির্ভয়ে ঈদের জামাত আদায় করবেন।
তাইতো চট্টগ্রামে বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন, ঈদের পবিত্র দিনটি কে কোথায় কাটাবেন? এমন কৌতুহল অনেকের।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী নিজ এলাকা সীতাকুণ্ডে এবার ঈদের জামাত পড়বেন। ঈদের দিন সেখানেই তিনি নিজ এলাকার নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময় করবেন। কারাবন্দি থাকাকালীন আসলাম চৌধুরী সেলের ভিতরেই ঈদ উদযাপন করেছিলেন। ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গত বছরের ২০ আগস্ট তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবার নগরে ঈদ পালন করবেন। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ঈদগাহে ঈদের নামাজ শেষে তিনি তাঁর নগরীর মেহেদীবাগের বাসায় সারাদিন অবস্থান করবেন বলে জানা গেছে। সেখানেই নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
তাঁর ব্যক্তিগত সহকারী মো. সেলিম বলেন, স্যার বাসাতেই থাকবেন। বাসায় আগত নেতাকর্মীদের জন্য ঈদের সেমাই, মাংস-পরোটার ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনও চট্টগ্রাম নগরে ঈদ করবেন। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে নামাজ শেষে বাকলিয়া বাসার ঈদের দিন কাটানোর সিদ্ধান্ত রয়েছে। ঈদের দ্বিতীয় দিন চন্দনাইশ গ্রামের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।
ঈদের দিন সকাল ১০টা থেকে নগরের একটি কমিউনিটি সেন্টারে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন মেয়র। তাছাড়া ঈদের দ্বিতীয় দিন তিনি মেজবানের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন মেয়রের একান্ত সহকারী মারুফ উল হক চৌধুরী।
সাবেক মেয়র মীর নাছিরের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল গ্রামের বাড়ি হাটহাজারীর মীরেরহাটে ঈদ করবেন বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য শাকিলা ফারজানাও হাটহাজারীর নিজ গ্রামে ঈদ করবেন বলে জানা গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গ্রামের বাড়ি রাউজানে এবার ঈদ উদ্যাপন করবেন বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানিয়েছেন।
রাউজানের চৌধুরী বংশের আরেক নেতা সাকা চৌধুরীর ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীও গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায় ঈদ করার কথা রয়েছে-এমনটা জানিয়েছেন নেতাকর্মীরা।
এছাড়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া পটিয়ায় ঈদ করবেন বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ