চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের গুদামে আগুন, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের একটি বহুতল ভবনে থাকা কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে পুরোনো জলসা মার্কেটের গুদামটিতে  আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের  ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, সকাল ছয়টার দিকে পুরোনো জলসা মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সাততলা ভবনটির দ্বিতীয় তলার ওই গুদামে তৈরি পোশাক কারখানার স্টক লটের মালামাল এবং ফেলনা টুকরা কাপড় (ঝুট) ছিল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, সরু গলি ও সংকীর্ণ সিঁড়ি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বছরের ২৭ জুন রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজার মধ্যবর্তী অংশে একটি দোকানে আগুন লাগে। সে ঘটনায় তিনজনের মৃত্যু হয়।

একই বছরের ৮ ফেব্রুয়ারি বাজারের আমতল এলাকার একটি পোশাক বিক্রয়কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top