চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ থানার আতুরার ডিপো আমিন জুট মিলস এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে।
রবিবার (৯ মার্চ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে আতুরার ডিপোর আমিন জুট মিলসের উত্তর গেট সংলগ্ন কয়েকটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, আমিন জুটমিল ও কাপড়ের কারখানায় আগুন লেগেছে। পূর্বশত্রুতা কিংবা চাঁদাবাজির জের ধরে আগুন কেউ লাগিয়ে দিতে পারে বলেও আশঙ্কা তাঁর।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর জানান, দুপুর ২টা ৫৮ মিনিটে তারা আগুন লাগার খবর পেয়েছেন। প্রাথমিকভাবে কয়েকটি দোকানে আগুন লেগেছে বলে জানতে পেরেছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত— তা জানা যায়নি।
তিনি আরো জানান, বায়েজিদ বোস্তামি, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নির্বাপনে যোগ দিয়েছে। আগুন নির্বাপনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
চাটগাঁ নিউজ/এমকেএন