পড়া হয়েছে: ৪৪
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন দামপাড়া এলাকার একটি নালা থেকে কামরুল আনোয়ার (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
চকবাজার থানার ওসি (তদন্ত) তৌহিদুল করিম গণমাধ্যমকে বলেন, কামরুল নামের বৃদ্ধটি আট-নয় বছর আগে থেকে দামপাড়ার একটি বাড়িতে একা থাকতেন। এবং বাড়ি দেখাশোনা করতেন। তার কোন ছেলে-মেয়ে নেই।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বাড়ির ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শামসুল আনোয়ারের ছেলে। তারা ২ ভাই, ৪ বোন। সকালে ৯৯৯ ফোন পেয়ে পুশিল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।