চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হয়ে আসছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এছাড়া আরও তিন জেলায় এসপি পদে রদবদল করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. মিজানুর রহমানকে টাঙ্গাইলে, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরে এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাইবান্ধার (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছিল। সোমবার তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ