পড়া হয়েছে: ৭৬
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম রেঞ্জে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে আহসান হাবিব পলাশকে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
এছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি) এ কে এম আওলাদ হোসেনকে ঢাকা রেঞ্জে, এসবির পুলিশ সুপার আলমগীর হোসেনকে (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি) রাজশাহী রেঞ্জে ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আশরাফুর রহমানকে (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ