পড়া হয়েছে: 41
চাটগাঁ নিউজ ডেস্ক : যোগদানের মাত্র ২৫ দিনের মাথায় চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ হয়।
নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বর্তমানে নারায়নগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক নিয়োগ দেয়া করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
চাটগাঁ নিউজ/এসএ






