চট্টগ্রামের ছেলে জাবির ছাত্রী হলে ধরা, খেলেন উত্তম মাধ্যম

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম আগ্রাবাদের আশরাফুল ইসলাম পারভেজ (৩১) নামে এক যুবক কপালে টিপ, প্লাজো পড়ে, ঘোমটায় মুখ ঢেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলে ঢুকে পড়ে। হলের কক্ষে প্রবেশের পর সাজ খুলে ফেললে অপর ছাত্রীদের নজরে পড়ে যান তিনি। পরে হলের শিক্ষার্থীরা মিলে আশরাফুলকে আটক করে জুতা পেটা করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

জানা গেছে, আটক আশরাফুল আলম পারভেজ ওরফে যাযাবর পারভেজের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানায়। বর্তমানে তিনি গাজীপুরে থাকেন। হিম উৎসব দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের হিম উৎসব শেষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ, প্লাজো ও মুখে ঘোমটা দিয়ে নওয়াব ফয়জুন্নেসা হলে প্রবেশ করেন পারভেজ। তৃতীয় তলায় কক্ষে গিয়ে চাদর খুলে ফেলার পর আশপাশের কক্ষে থাকা ছাত্রীরা তার উপস্থিতি টের পায়। এ নিয়ে ক্যাম্পাস জুড়ে শোরগোল পড়ে যায়। পরে তাকে আটক করা হয়। ক্যাম্পাসে ছাত্রী হলের নিরাপত্তা বিঘ্নের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রীরা।

আটক পারভেজের পরিচিত ওই ছাত্রী বলেন,‌‌‌ আমরা উভয়েই ভালো বন্ধু। হিম উৎসবে সে এসেছিল। রাতে থাকার জায়গা না থাকায়, তাকে হলে নিয়ে এসেছি। আমরা কেউ আপত্তিকর অবস্থায় ছিলাম না।

বহিরাগত পারভেজ বলেন, আমরা দু’জন ভালো বন্ধু। সাত বছরের বন্ধুত্ব। দু’জনেই লালন ভক্ত। আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ পরে এবং মুখ ও শরীর চাদরে মুড়িয়ে হলে প্রবেশ করি। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত বিশ্ববিদ্যালয়টির নারী শিক্ষার্থীর মাধ্যমে তিনি হলে ওঠেন।

এসময় আটক পারভেজ ওই নারী শিক্ষার্থীকে বিয়ের বন্দোবস্ত বলে দাবি করেন। তবে ওই শিক্ষার্থীর স্বামীকে ফোন দেয়া হলে তিনি পারভেজকে চেনেন না বলে জানান।

হল প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, আমি খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপস্থিত হই। অভিযুক্তদের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top