চট্টগ্রামের চান্দগাঁওয়ে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে আবাসিকের বি ব্লক ১৪ নম্বর গ্যারেজ এলাকায় ছুরিকাঘাতের এই ঘটনাটি ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হোসেন মামুন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ঘটনার পর পর স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, রোববার সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর গ্যারেজের সামনে এক নারীকে ছুরিকাঘাত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা তাকে গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত নারীর নাম ও ঠিকানা জানা যায়নি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top