চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন একটি খাল থেকে হারুন নামে এক স্কেভেটর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর মোহরা এলাকার কাজির হাট বাজার সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহরা পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) আজিজুল হক। তিনি বলেন, হারুন পেশায় একজন স্কেভেটর চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বৃষ্টিতে একটি স্কেভেটর উল্টে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। আমরা তাদের জানিয়েছিলাম, একজন লোক নিচে চাপা পড়ে আছে। কিন্তু তারা কোনো উদ্ধার অভিযান চালায়নি। পরে আজ বিকেলে লাশটি ভেসে উঠে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, উদ্ধার হওয়া ব্যক্তির সম্পূর্ণ পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ