পড়া হয়েছে: ৪৬
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের কোতোয়ালী থানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। থানার ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এছাড়া ভাঙচুর করা হয়েছে গাড়ি।
সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলা চালানো হয়।
ধারণা করা হচ্ছে, ভেতরে পুলিশ সদস্যরা রয়েছেন। তবে বাইরে থেকে কাউকে দেখা যাচ্ছে না। এখনো সেখানে বিক্ষুব্ধরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও নগর পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চাটগাঁ নিউজ /এআইকে