চট্টগ্রামের আওয়ামী লীগ নেত্রী সোহানা কারাগারে

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক বোর্ড সদস্য আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এ আদেশ দিয়েছেন।

এর আগে সোমবার দিবাগত রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার একটি বাসা থেকে পুলিশ জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ তাকে আদালতে হাজির করে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, ‘বায়েজিদ বোস্তামি থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জিনাত সোহানা চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছিল। আদালতের নির্দেশে আমরা তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছি।’

বিগত সরকারের সময় চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে হঠাৎ উত্থান হয়েছিল জিনাত সোহানা চৌধুরী। সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি সংগঠনের ব্যানারে মাদরাসায়-মাদরাসায় ঘুরে জাতীয় সঙ্গীত গেয়ে আলোচনায় আসেন।

সোহানা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক। গত সরকারের সময় তিনি সিডিএর বোর্ড সদস্য ছিলেন। ফারমিন গ্রুপ নামে পোশাক শিল্পভিত্তিক একটি গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর সদস্য ছিলেন।

সোহানার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালি থানার একটি মামলারও এজাহারভুক্ত আসামি জিনাত সোহানা। ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনের ২৯ জন নেতা-কর্মীর নাম আছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top