চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদূ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এতে কোনো হতাহত না হলেও মৃদূ কম্পন অনুভূত হয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল পাশের দেশ মিয়ানমারে। দেশটিতে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে ইউএসজিএস জানিয়েছে।
আল জাজিরা বলছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর জেরে দেশটির ভীতসন্ত্রস্ত বাসিন্দারা উঁচু ভবন থেকে বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে পুল থেকে পানিও বেরিয়ে আসতে শুরু করে।
এদিকে চীনেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯।
চাটগাঁ নিউজ/জেএইচ