চকরিয়া থানা হেফাজতে মৃত্যু, ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়া থানায় পুলিশের হেফাজতে থাকা দুর্জয় নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু পর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘুম থেকে উঠলেই দেখা মিলতো পাশের দোকানে বসে থাকা লোকজনের সাথে কিংবা মন্দিরে পূজা করতে আসা লোকদের সাথে গল্প করতে। নিতান্ত নম্র, ভদ্র ও হাসিখুশি থাকা ছেলেটাকে হারিয়ে পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম।

স্থানীয়রা বলছে, এমন ছেলেটা অল্প বয়সে এভাবে যে চলে যাবে তা আমরা কেউ ভাবিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো কখনও মেনে নেওয়ার মতো না।এগুলো সব মিথ্যা ও ভিত্তিহীন। আমরা ন্যায় বিচার চাই।

দুর্জয়ের চাচা বলছে, আজকে ময়নাতদন্তের পর ছেলেটাকে আনা হচ্ছে। শ্মশানে নিয়ে ধর্মীয় নিয়ম অনুসারে বাকী কাজগুলো সম্পন্ন করা হবে। বাবা কক্সবাজার আছে ছেলের সাথে, মা টা খুবই অসুস্থ। প্রশাসন বলেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সঠিক বিচার চাই, তাদের শাস্তি চাই।

এ বিষয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। পরিবারকে বলা হয়েছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে দেওয়ার জন্য। দোষীদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জুবাইরুল/এমকেএন

Scroll to Top