চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় অনুমোদনহীন ইট প্রস্তুতকারী একটি অটো ব্রিকস মেশিনের সঙ্গে আটকে গিয়ে নির্মমভাবে দুই শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলো- চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দুক্ষিণ ঘুনিয়া গ্রামের শাহজাহানের পুত্র মোহাম্মদ শাহীন (১৭) ও পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনা গ্রামের রুহুল কাদেরের পুত্র মোহাম্মদ জিহান (১৭)।
১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যার পর পরই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আমান চর এলাকার চরপাড়াস্থ ‘মাষ্টার মাইন্ড অটো ব্রিকস্ ফ্যাক্টরী’ নামের ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অপ্রাপ্তবয়স্ক এই দুই শ্রমিক নিহত হয়। ঘটনার পর থেকে মালিক মাষ্টার গিয়াস উদ্দিনসহ প্রতিষ্ঠানটির একাধিক মালিক লাপাত্তা হয়ে গেছেন।
খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত দুই শ্রমিকের লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার এসআই মোহাম্মদ মোস্তাকীন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/ইউডি