চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে এক কিশোর। নিহত কিশোরের নাম আবদুল্লাহ আল নোমান (১৬)।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া পানিরছড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নোমান ওই এলাকার প্রবাসী ফকির মোহাম্মদের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে মায়ের সঙ্গে পারিবারিক বিষয়ে অভিমান করে নোমান কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দেয়। তবে ঠিক কী কারণে তার এমন সিদ্ধান্ত—তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।

পরবর্তীতে সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে নোমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং মরদেহ উদ্ধার করেন।

খুটাখালী ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য জিসান শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top