চকরিয়ায় মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় পুকুর থেকে মোহাম্মদ লাদেন (২৮) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া যুবক মোহাম্মদ লাদেন ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা পাড়ার এজাহারুল ইসলামের ছেলে।

আজ বুধবার (২৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকার আদম দিঘী নামে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ লাদেন বদরখালী বাজার এলাকায় ভিক্ষা করে বাজারেই থেকে যেত। মঙ্গলবার যে কোন সময় সে পুকুরের পানিতে ডুবে মারা যেতে পারে।

আজ বুধবার সকালে স্থানীয় লোকজন লাদেনের লাশ পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top